How To Disable Right Click Button Copy Past And Page Source Option
আমরা যারা অনেক ভালো ভালো কন্টেন্ট আপলোড করি তাদের জন্য প্রধান সমস্যা হলো কন্টেন্ট কপি পেস্ট। কারন আমরা সারাদিনে অনেক কষ্ট করে একটা পোষ্ট করি অন্যদিকে অন্যজন তা এক মিনিটেই কপি পেস্ট করে পোস্ট করে। এজন্য আমরা সবদিক থেকেই ক্ষতিগ্রস্থ হই। যদিও গুগোলে কপিরাইট ক্লেইম করার অপশন আছে সেখানে আপনার পোষ্ট কে কপি করেছে তা খুজে বের করা তার পর ক্লেইম করা অনেক ঝামেলা। তাই আমরা মূল জায়গা থেকেই কন্টেন্ট চুরি ঠেকাবো। তারজন্য শুধু Right Click Button ডিজেবল বা Copy Past ডিজেবল করলে হবেনা Right Click Button Copy Past And Page Source Option সবগুলো একসাথে ডিজেবল করতে হবে। তাছাড়া কোনোনা কোনো ভাবে কন্টেন্ট কপি করা সম্ভব Right Click Button Copy Past And Page Source Option এই সবগুলো একটি কোড ব্যাবহার করেই ডিজেবল করা সম্ভব
<script type='text/javascript'>
var isCtrl = false;
document.onkeyup=function(e)
{
if(e.which == 17)
isCtrl=false;
}
document.onkeydown=function(e)
{
if(e.which == 17)
isCtrl=true;
if((e.which == 85) || (e.which == 67) && isCtrl == true)
{
// alert(‘Keyboard shortcuts are cool!’);
return false;
}
}
var isNS = (navigator.appName == "Netscape") ? 1 : 0;
if(navigator.appName == "Netscape") document.captureEvents(Event.MOUSEDOWN||Event.MOUSEUP);
function mischandler(){
return false;
}
function mousehandler(e){
var myevent = (isNS) ? e : event;
var eventbutton = (isNS) ? myevent.which : myevent.button;
if((eventbutton==2)||(eventbutton==3)) return false;
}
document.oncontextmenu = mischandler;
document.onmousedown = mousehandler;
document.onmouseup = mousehandler;
</script>
তারপর ব্লগারে লগইন করে থিমে ক্লিক করুন
তারপর
তারপর edit html ক্লিক করুন
তারপর
কন্টোল + এফ ক্লিক করে </head> সার্চ করুন। তারপর
</head> এর উপরে কোডটি পেস্ট করুন।
এখন আপনার ওয়েবসাইটটি কম্পিউটার ভিজিটর দ্বারা সম্পূর্ণ নিরাপদ সিলেক্টর অপশন অন থাকায় মোবাইল দিয়ে কন্টেন্ট কপি করা যাবে। কিভাবে সিলেক্টর ডিজেবল করবেন জানতে এখানে ক্লিক করুন।
আর অপনি টিউটোরিয়াল আপলোড করেন তাহলে কিভাবে ভিজিটর আপনার দেওয়া কোড গুলো কপি করবে জানতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment