How To Make Useable And Shareable Image Link By Blogger
আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ইমেজ যুক্ত করে থাকি। সব ক্ষেত্রে ইমেজ আপলোড অপশনটি থাকেনা। অনেক সময় সোর্স কোড বা লিংক ব্যাবহার করতে হয়। যেমন Html এবং Css এ ইমেজ লিংক ব্যাবহার করতে হয়।
তাই আমি আজকে আপনাদের ব্লগার দিয়ে ইমেজ লিংক তৈরি করা দেখাবো কারন অন্য কোন কিছু দিয়ে ইমেজ লিংক তৈরি করলে তা কিছুদিন পর কাজ নাও করতে পারে।
প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইট টিতে লগিন করে new post, new page, edit post অথবা edit page এ যাই তারপর এখানে লক্ষ করতে হবে কোন মোডে আছে।
Compose View মোডের জন্য Insert Image এ ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করুন
তারপর যে ইমেজটির লিংক বানাবেন সেটি সিলেক্ট করে এখানে ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করুন
তারপর এখানে থেকে লিংক কপি করুন
এখন এই ইমেজ লিংটি সব জায়গায় ব্যাবহার করুন।
No comments:
Post a Comment