How to verify blogger website in facebook
ওয়েব সাইটের ভিজিটর আনার অন্যতম একটি মাধ্যম হলো সোস্যাল সেয়ারিং। কিন্তু আমরা যখন ফেইসবুকে সেয়ার দিই তা সেয়ার হয়না অথবা প্রথমে ১-২ বার সেয়ার করার পর আর সেয়ার করতে পারি না। এজন্য আমাদের ওয়েব সাইটটি পিছিয়ে পরে। তার জন্য আমরা চিন্তিত এবং হতাশ হয়ে পরি।
সমাধানঃ আপনার ওয়েব সাইটের ডোমেইন টি ফেইসবুকে ভেরিফাইড করুন। তাহলে ওয়েবসাইটটি ফেইসবুকে সেয়ার করতে পারবেন।
কিভাবে আপনার ওয়েবসাইটি ফেইসবুকে ভেরিফাই করবেন তা কয়েকটি ধাপে দেখানো হলোঃ
Create Facebook Business Account
বিজনেস অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ফেইসবুকে লগইন করুন তারপর এই লিংকটি ভিজিট করুনঃ https://business.facebook.com/
তারপর billing এ ক্লিক করুন
তারপর এখানে থ্রি ডটে ক্লিক করুন
অথবা এই লিংকে https://business.facebook.com/overview/ ক্লিক করে সরাসরি এই পেইজে চলে আসুন
তারপর create account এ ক্লিক করুন
এখানে প্রথমে বিজনেস নাম তারপর আপনার নাম তারপর ইমেইল দিয়ে সাবমিট করুন। আপনার বিসনেস অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ।
Add Domain in Facebook Business
ডোমেইন অ্যাড করার জন্য প্রথমে ফেইসবুকে লগইন করুন তারপর এই লিংকটি ভিজিট করুনঃ https://business.facebook.com/
তারপর এখানে ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করে বিজনেস একউন্ট সিলেক্ট করে দিন
তারপর settings এ ক্লিক করুন
তারপর more settings এ ক্লিক করুন
তারপর brand safety এ ক্লিক করুন
তারপর domain এ ক্লিক করুন
তারপর add এ ক্লিক করুন
তারপর এখানে http বাদ দিয়ে মূল ডোমইন পেস্ট করে অ্যাড করুন। এখানে ডোমেইন অ্যাড এর কাজ শেষ।
Domain Verification
এখন ডোমেইন ভেরিফিকেশন বা ওয়েব সাইটের মালিকানা নিশ্চিত করতে হবে।ফ্রি ব্লগার ওয়েবসাইটের জন্য Add meta tag to your Html source code এটিই একমাত্র পদ্ধতি এই পদ্ধতিতে সবধরনের ওয়েব সাইটে ভেরিফাই করা যায়। তাই প্রথমে Add meta tag to your Html source code এটি সিলেক্ট করুন তারপর নিচের meta tag এর কোড টি কপি করুন।
তারপর ব্লগারের ড্যাশ বোর্ডে এসে Theme এ ক্লিক করুন।
তারপর এখানে ক্লিক করুন।
তারপর edit html এ ক্লিক করুন।
তারপর এই কোড গুলোর মধ্যে যেকোনো জায়গায় ক্লিক করে, একসাথে কন্টোল এফ চাপুন তাহলে একটি সার্চ বক্স আসবে সার্চ বক্সের মধ্যে </head> লিখে সার্চ করুন।
তারপর </head> এর উপরে একটা ফাকা লাইন বানিয়ে সেখানে কোড টি (meta tag) পেস্ট করুন। তারপর থিমটি সেভ করুন।
তারপর ফেইসবুকের আগের পেইজে এসে পেইজটি রিফ্রেশ করুন, নিচের এইখানে ভেরিফাই অপশন না পেলে অপেক্ষা করুন ৭২ ঘন্টার মধ্যে আসবে। আসার পরে বাটনের উপরে ক্লিক করুন ভেরিফাই হয়ে যাবে। তারপর ইচ্ছামতো ফেইসবুকে আপনার ওয়েবসাইট সেয়ার করতে পারবেন।
No comments:
Post a Comment